মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ-এর বিচারক রত্নেশ্বর ভট্রাচার্য্য এই রায় ঘোষণা করেন। এসময় আসামী শহীদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৫ জানুয়ারি খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় জৈনক তরুণ কান্তির ভবনে ফেরদৌসি আক্তার (৩১) নামে এক নারীকে গলা টিপে হত্যা করা হয়। ঘটনার একদিন পর ফেরদৌসির বাবা আব্দুল কাদের বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন। পরে একই বছর ৭ ডিসেম্বর আসামীকে আটক করে পুলিশ।
১৬৪ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জবানবন্দি নেওয়ার সময় ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন শহীদুল। অবশেষে ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে আদালত ২ বছর ৫ মাস পর এই রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এডি/এনএইচটি