এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৪ জুলাই) রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।
পরে আব্দুল হালিম কাফী বলেন, শান্তিপূর্ণভাবে সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য গ্রেফতার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা ভঙ্গ করে সিটি করপোরেশন এলাকায় বিএনপির কোনো নেতা, সমর্থক ও নির্বাচন প্রচারকারীকে গ্রফতার ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া রুল জারি করেছেন। রুলে সিলেটের বিএনপির নেতা-কর্মী, সমর্থক, ভোটের প্রচারণাকারীদের সিলেট মহানগর পুলিশ কর্তৃক গণগ্রেফতার, হয়রানি করা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, সিলেটের পুলিশ কমিশনার ও পুলিশের সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সিলেট সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন ঘিরে দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতারের অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ছালেহ আহমদ খসরু।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ইএস/এনইউ/এমজেএফ