বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন বেঞ্চে ক্ষতিপূরণের মামলার বিচারিক কাজ অব্যাহত রয়েছে।
এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর তারেক মাসুদের ক্ষতিপূরণ মামলায় ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাস মালিকপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছে। যেটার শুনানির জন্য ২০১৮ সালের ৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, তাদের আশা ছিলো ইস্যুরেন্স কোম্পানি আগে পুরো অর্থ ক্ষতিপূরণ দাবিদারদের দেবে, পরে বাস অপারেটর ও মালিকের কাছ থেকে তা আদায় করে নেবে। কিন্তু হাইকোর্টের রায়ে তা না হওয়ায় এই অংশের বিরুদ্ধে বাদীপক্ষ লিভ টু আপিল করেছে। বাস মালিকপক্ষ ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে একটি লিভ টু আপিল করেছে। চেম্বার বিচারপতি লিভ টু আপিল শুনানির জন্য ৮ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। সেদিন দু’টি লিভ টু আপিলের ওপর একসঙ্গে শুনানি হবে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় তারেক মাসুদ এবং এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
এরপর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দু’টি মামলা করেন।
সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে এ দু’টি মামলা হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।
তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর দু’টি আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। এ রুলের শুনানি শেষে ২০১৪ সালের ২৯ অক্টোবর দুই আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট।
পরে বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলা দু’টি শুনানির জন্য আসে। এরমধ্যে ৩ ডিসেম্বর তারেক মাসুদের ক্ষতিপূরণ মামলায় ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
ইএস/আরবি/