আদালতে রফিকুল আমিনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম মইনুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে জানান, সম্পদ বিবরণী জমা না দেওয়ায় মামলাটি গত ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা মডেল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মাদ মোয়াজ্জেম হোসেন।
২০১৮ সালের ১২ মার্চ এ মামলার অভিযোগ গঠন করা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিন। যা মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে মামলাটি চলতে কোনো আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আমিন উদ্দিন মানিক।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
ইএস/এমএ/