বৃহস্পতিবার (৯ আগস্ট) আপিলের শুনানি শেষে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ১৪ বছরের সাজার আদেশ বহাল রাখেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুরে চা বাগানের দখল নেন রাগিব আলী। এর পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাগিব আলী ও তার ছেলে আবদুল হাইকে নিম্ন আদালতে ১৪ বছরের সাজা দেন। আদালত রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে দেওয়া রায় বহাল রেখেছেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু, অ্যাডভোকেট মঈনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
এনইউ/এএটি