ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খালেদার জবানবন্দি প্রকাশের মামলায় তিন আসামি রিমান্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
খালেদার জবানবন্দি প্রকাশের মামলায় তিন আসামি রিমান্ড

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জবানবন্দি আদালতের অনুমতি ছাড়া প্রকাশের মামলায় তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন- আবদুর রহমান নূর ওরফে রাজন ওরফে রাজন বেপারী, মেহেদী হাসান ইভান ও শান্ত ইসলাম জুম্মন।

আসামিদের মধ্যে আবদুর রহমান নূর ওরফে রাজন ওরফে রাজন বেপারী ও মেহেদী হাসান ইভানকে দুই মামলায় সাত দিন এবং জুম্মনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ছাপাখানা ও প্রকাশনা আইনের মামলায় জুম্মনকে রিমান্ড দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ আদেশ দেন। এ সময় আসামিদের জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করে দেন।

মামলা দু’টির তদন্ত কর্মকর্তা দুই মামলায় তাদের ১৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

গত ০৭ আগস্ট রাতে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বইসহ আসামিদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।