বৃহস্পতিবার (১৬ আগস্ট) মামলাটির তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ৫ দিনের রিমান্ড চেয়ে লুনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
লুনার পক্ষ আইনজীবী জায়েদুর রহমান জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করেন।
গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমআই/এএ