বৃহস্পতিবার (১৬ আগস্ট) চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রুহুল আমিন।
এসময় আসামিদের আইনজীবী ইকবাল হোসেন জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় কলেজ গেট যাত্রী ছাউনির সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় নিউ ভিশন পরিবহনের একটি বাস। এতে মন্ত্রীর গাড়ির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমআই/এএ