ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বুয়েটের সাবেক ৩ ভিসিসহ ১৯ শিক্ষকের পেনশনের রায় বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বুয়েটের সাবেক ৩ ভিসিসহ ১৯ শিক্ষকের পেনশনের রায় বহাল হাইকোর্ট/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক তিন উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষককে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) ও পেনশন সুবিধা দিতে রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ইউজিসি ও বুয়েটের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

এর আগে গত বছরের ৮ আগস্ট বুয়েট ও ইউজিসির লিভ টু আপিল খারিজ করেছিলেন আপিল বিভাগ।

পরে তারা রিভিউ করেন।  
 
আদালতে ১৯ শিক্ষকের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী তবারক হোসেইন ও ব্যারিস্টার উর্মি রহমান। ইউজিসির পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।
 
পরে ব্যারিস্টার উর্মি রহমান সাংবাদিকদের বলেন, অবসরের পর পিআরএল ও পেনশন সুবিধা নিয়ে বুয়েটের ১৯ শিক্ষক ২০১৭ সালে আলাদা তিনটি রিট করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন।
 
হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে শিক্ষকদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
 
ওই রায়ের বিরুদ্ধে আলাদা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে বুয়েট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৮ আগস্ট লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এ রায় নিয়ে রিভিউ করে বুয়েট ও ইউজিসি কর্তৃপক্ষ। যেটি বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের তাদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা দিতে রায় বহাল থাকছে বলে জানান উর্মি রহমান।
 
তিনি আরও জানান, ১৯ শিক্ষককের মধ্যে সাতজন পাবেন কেবল পেনশন সুবিধা। বাকি ১২ জন পিআরএল ও পেনশন সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।