সোমবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট বারে এ প্যানেল ঘোষণা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নির্বাচন আগামী ১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।
প্রার্থী হিসেবে সহ-সভাপতি (২টি) পদে বিভাষ চন্দ্র বিশ্বাস ও মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ আলম টিপু, সহ-সম্পাদক (২টি) পদে মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও কাজি শামসুল হাসান শুভ, কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন ও হুমায়ূন কবিরের নাম ঘোষণা করা হয়।
সমিতির উত্তর হলে দুপুরে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসনে হুমায়ুন, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদি, আইনজীবী মো. আজহার উল্লাহ ভূঁইয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ইএস/এনটি