ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গারো মা মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৭, ২০১৯
গারো মা মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জুন প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (০৭ মে) ঢাকার মহানগর হাকিম দেবদাশ চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন।  

এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল।

কিন্তু জমা না দেওয়ায় আগামী ১৩ জুন নতুন করে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়াকে নির্দেশ দেন আদালত।

২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। পরে সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত ও তার তিন বন্ধুকে আসামি করা হয়।

পুলিশ জানায়, নিহত মা-মেয়ের মধ্যে একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

ঘটনার পরের দিন ২১ মার্চ রাতে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সঞ্জিব চিরান, রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্তকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।