ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পরকীয়ার জেরে হত্যা: স্ত্রীর ৩ বছর-সৎ ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
পরকীয়ার জেরে হত্যা: স্ত্রীর ৩ বছর-সৎ ভাইয়ের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নববীনগর উপজেলায় পরকীয়ার জেরে শফিকুল ইসলাম হত্যা মামলায় তার স্ত্রী মোছা. মরিয়মকে (২৫) তিনবছর ও সৎ ভাই মো. জসিমকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত জসিম উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ও মরিয়ম ইব্রাহিমপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিউল আজম এ রায় দেন।

মামলার রায় ঘোষণার সময় মরিয়ম আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাতক রয়েছেন জসিম।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ৩ অক্টোবর দিনগত রাতে নিজ ঘরে জসিম ও
মরিয়মকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন শফিকুল। এ ঘটনায় জসিম ও মরিয়ম দুজনে মিলে শ্বাসরোধে শফিকুলকে হত্যা করেন।  

হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে শফিকুলকে দাফন করা হয়। পরবর্তীতে ২৫ অক্টোবর শফিকুলের খালাতো ভাই রাজন বাদী হয়ে আদালতে মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দ্বীন ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে রায়ের ব্যাপারে আসামীপক্ষের আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।