ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পেঁয়াজ নিয়ে দুই রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
পেঁয়াজ নিয়ে দুই রিট

ঢাকা: পেঁয়াজের দাম অতিরিক্তভাবে বেড়ে যাওয়ার কারণ উদঘাটনে এক সপ্তাহের মধ্যে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে পৃথক রিট আবেদন করা হয়েছে।
 
 

রোববার (১৭ নভেম্বর) এসব রিট করা হয়।  

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তানভির আহমেদ ও চকবাজারের বাসিন্দা জাভেদ মিয়া এই রিট আবেদন করেন।


 
একটি রিটের শুনানি করতে আদালত রাজি হননি। অপর রিটে উপস্থাপনের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক আদালতে বলেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়া রিট আবেদনে কী আছে তা জানি না। আমরা কোনো অনুলিপি পাইনি। তখন আদালত বলেন, অপেক্ষা করুন। দেখুন কী হয়।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।