ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় পটুয়াখালী জেলার জনতা ব্যাংকের এরিয়া নির্বাহী অফিসার গোলাম আযমকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । 

তার করা আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

দুদকের পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দ মামুন মাহবুব। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।  

পরে আমিন উদ্দিন মানিক জানান,  আসামি গোলাম আযম জনতা ব্যাংকের পটুয়াখালী নতুন বাজার শাখার ব্যবস্থাপক থাকাকালে ২৪৪ জনকে ভুয়া চাকরিজীবী দেখিয়ে জাল চাকরিজীবী প্রত্যয়নপত্র, জাল সিল স্বাক্ষর ও ভুয়া ব্যক্তিদের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে তাদের নামে অর্থ উত্তোলন করেন।  

পরে এ টাকা তার নামে জনতা ব্যাংকের নতুন বাজার শাখায় জমা রাখেন ও পরবর্তীতে নিজে উত্তোলন করে আত্মসাৎ করেন। বিষয়টি তদন্ত করে দুদকের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে চারটি মামলা করেন।  

তিনি আরও জানান, বুধবার এ মামলায় তাকে আগাম জামিন না দিয়ে আদালত এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।