ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নূর হোসেনের বিরুদ্ধে ৪ মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
নূর হোসেনের বিরুদ্ধে ৪ মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক চারটি মামলায় আদালতে চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা ওই চারজনের সাক্ষ্যগ্রহণ নেন। একই সঙ্গে আদালত চলতি বছরের ২২ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. সালাহ উদ্দীন সুইট জানান, আদালতে নূর হোসেনের অস্ত্র, মাদক ও চাঁদাবাজীসহ আটটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রোববার দুইটি চাঁদাবাজী, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।