ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে ১২ ভার্চ্যুয়াল বেঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে ১২ ভার্চ্যুয়াল বেঞ্চ ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে অবকাশকালীন ছুটিতে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস (কাভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি বেঞ্চসমূহ গঠন করেছেন।

যে ১২টি বেঞ্চ বিচারকাজ করবেন সেগুলো হলো—বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।