ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হাইকোর্ট।

ঢাকা:  করোনা ভাইরাস সংক্রমণরোধে কঠোর বিধি নিষেধ উঠে যাওয়ায়  হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছে।
 
বুধবার (১১) হাইকোর্ট বিভাগের ৫৩ বেঞ্চে ভার্চ্যুয়ালি এ বিচারকাজ শুরু হয়।

তবে ৮ আগস্ট থেকেই আপিল বিভাগে ভার্চ্যুয়ালি বিচার কাজ চলছে। অপরদিকে ৮ আগস্ট থেকে মঙ্গলবার পর‌্যন্ত হাইকোর্টে ভার্চ্যুয়ালি ১২টি বেঞ্চে বিচার কাজ চলে আসছিলো।
 
গত ৮ আগস্ট রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার‌্যক্রম পরিচালিত হবে।
  
পরেরদিন ৯ আগস্ট ৫৩ ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে আদেশ দেন প্রধান বিচারপতি।

ওই আদেশে বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ১১ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টা থেকে  ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কার‌্য পরিচালনার জন্য বেঞ্চ গঠন করা হলো।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।