ঢাকা: উপজেলা নির্বার্হী অফিসারদের (ইউএনও) মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
একইসঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লিখতে নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন ও ড. মহিউদ্দিন মো. আলামিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।
বৃহস্পতিবার অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন জানান, ৭ সেপ্টেম্বর এ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।
রুলে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩(ক),১৩(খ) ও ১৩(গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছ।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
ইএস/এসআইএস