ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা জুনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা জুনে

ঢাকা: আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ (নৈর্ব্যক্তিক) ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার (৩ মার্চ) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে ২৭ এপিল পর্যন্ত চলবে।

আর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। এরপরে তালিকাভুক্তির লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার অনলাইন ফরম পূরণ এবং এ সংক্রান্ত বিস্তারিত অন্যান্য তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।