ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে জামিন চেয়েছেন ফাইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
হাইকোর্টে জামিন চেয়েছেন ফাইন

ঢাকা: দুই হাজার কোটি টাকা পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাইন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ফরিদপুরের বহুল আলোচিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন রুবেলনহ আসামিদের বিরুদ্ধে ২০২০ সালের ২৬ জুন সিআইডি ২ হাজার কোটি টাকা পাচারের মামলা করে।

এ মামলায় গত বছরের ২৫ আগস্ট দিনগত রাত ২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ফাইনকে গ্রেফতার করে।

সবশেষে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।   

আরও পড়ুন...
২ হাজার কোটি টাকা পাচার: বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।