ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাবার দেওয়া মামলায় ছেলে কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মে ৮, ২০২২
বাবার দেওয়া মামলায় ছেলে কারাগারে প্রতীকী ছবি

বরগুনা: বাবার দায়ে করা মামলায় ছেলে তানভির আহমেদ লিমনকে কারাগারে পাঠিয়েছেন বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  

রোববার (৮ মে) দুপুরের দিকে আদালতের মাধ্যমে লিমনকে কারাগারে পাঠানোর তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন।

জানা গেছে, বরগুনায় ছেলের নামে দোকান লিখে না দেওয়া ও পারিবারিক কলহের জের ধরে বাবা মো. সাহাবুদ্দিন হাওলাদারকে মেরে গুরুতর আহত করার অভিযোগে দায়ে করা মামলায় ছেলে লিমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার মৃত আ. গণি হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন দীর্ঘদিন যাবত কৃষি ব্যাংক বরগুনা শাখায় দায়িত্ব পালন করে আসছেন। প্রথম স্ত্রীর ঘরের ছেলে লিমন ও দ্বিতীয় স্ত্রীর ঘরে মেয়ে সন্তান নিয়ে সাহাবুদ্দিন সংসার করা ও দোকান ছেলে লিমনের নামে লিখে না দেওয়া নিয়েই বাবাকে মারপিট করায় কিছুদিন আগে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করে সাহাবুদ্দিন। ওই মামলায় অভিযুক্ত ছেলে লিমনের দোষ প্রমাণিত হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।