ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে আদালত চত্বরেই আইনজীবীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
সিলেটে আদালত চত্বরেই আইনজীবীর মৃত্যু

সিলেট: সিলেটে আদালত পাড়ায় মো. সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে কর্মস্থল সিলেটের আদালত চত্বরেই তার মৃত্যু হয়।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সালমান সিদ্দিকী আদনান সিলেটের জকিগঞ্জের আখলাছ আলীর ছেলে। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরের শেরুলিবাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলেন, অন্যান্য দিনের মতো সকালে কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গণে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯ টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  

সহকর্মীরা তাকে দ্রুত পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আদালত পাড়ায়।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২ 
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।