ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

চাচা হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভাতিজা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
চাচা হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভাতিজা আটক

ময়মনসিংহ: জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মোস্তফা কামালকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভাতিজা আবুল কাশেমকে (৪০) আটক করেছে র‌্যাব-১৪। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর গ্রামের শামসুল হকের ছেলে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আবুল কাশেমকে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে।  

এর আগে গতকাল (১৪ নভেম্বর) রাতে ঢাকার আজমপুর থেকে ওই আসামিকে র‌্যাব-১৪ আটক করে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্থান্তর করে।  

র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ১৯৯৯ সালের ১১ অক্টোবর দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যা করে আবুল কাসেম ও নূর মোহাম্মদ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পরিচয় গোপন করে আত্মগোপনে চলে যায় আসামি আবুল কাশেম।

সম্প্রতি ওই মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণে আসামি আবুল কাসেম ও নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এরপরই র‌্যাব-১৪ ওই আসামি গ্রেফতারে অভিযানে নেমে গোপন সংবাদে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার আজমপুর থেকে তাকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।