ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উদযাপন করলো ‘ট্রিপল-এ’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উদযাপন করলো ‘ট্রিপল-এ’

২১ জুন ছিলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। প্রতি বছর জুন মাসের ২১ তারিখ বিশ্বব্যাপী এ দিনটি উদযাপিত হয়।

তারই ধারাবাহিকতায় গত ২৩ জুন শুক্রবার দিনটি পালন করলো পারসোনালিটি ডেভেলাপমেন্ট অ্যান্ড সোসিও কালচারাল এক্টিভিটিস ভিত্তিক প্রতিষ্ঠান ট্রিপল-এ ইন্টারন্যাশনাল।  

ইয়োগা ডে উপলক্ষে দিনব্যাপী একটি আউটডোর কর্মশালার আয়োজন করা হয়। এজন্য বেছে নেওয়া হয় প্রকৃতির সান্নিধ্য। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে এ কর্মশালায় অংশগ্রহণ করেন ট্রিপল-এ’র নানা বয়সের শিক্ষার্থীরা।  

ট্রিপল-এ’র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালার শুরুতে ছিলো মেডিটেশন সেশন। সেখানে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব অনেকেই মেডিটেশন সেশনটিতে অংশগ্রহণ করেন। তারপর বিভিন্ন ধরনের ইয়োগা এবং এক্সারসাইজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শেষ পর্যায়ে ছিলো ইয়োগা, মেডিটেশন এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের উপকারিতা নিয়ে উন্মুক্ত আলোচনা। অনুষ্ঠানে অংশগ্রহনকারীরাও তাদের নিজ নিজ অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।  

কর্মশালা নিয়ে পদ্মশ্রী বলেন, ইয়োগা এবং মেডিটেশন শেখা একটি প্রাত্যহিক যাত্রা। এ অভ্যাস ও অনুশীলন আমাদের জীবন, মানুষ, সময়, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শেখায়। আমরা প্রত্যেকটি মানুষ অপার সম্ভাবনার অধিকারী। কিন্তু আমরা এই সামান্য ব্যাপারটি সঠিক সময়ে বুঝতে পারি না আর জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাগ্যকে দোষারোপ করি। মানবজীবনকে কাজে লাগাতে হলে সুন্দর সুন্দর এবং ছোট ছোট অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। প্রতিটি দিনে এবং প্রতিটি কাজের মধ্যে ভালো হওয়ার, ভালো করার চেষ্টায় থাকতে হবে। এ চেষ্টাই এক সময় অনেককিছু দেবে। আর এ সুন্দর অভ্যেসগুলো গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে চায় ট্রিপল-এ।

উল্লেখ্য, দিনব্যাপী এই কর্মশালা নিয়ে আয়োজক ও ট্রিপল এ প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে একজন অনুজীববিদ। তিনি ভারতের ব্যাঙ্গালোর ইউনির্ভাসিটি থেকে অনুজীববিদ্যায় পড়াশোনা করেছেন। পড়াশোনার পাশাপাশি ব্যাঙ্গালোরে থাকা অবস্থায় তিনি ইয়োগা এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের ওপর একাধিক কোর্স করেন।  
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।