ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টবে বেড়ে উঠতে পারে যে ৩ ফলের গাছ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
টবে বেড়ে উঠতে পারে যে ৩ ফলের গাছ  ছবি: সংগৃহীত

টবের মধ্যে ফলের গাছ লাগানো না কি সহজ নয়। গাছ সম্পর্কে জ্ঞান রয়েছে যাদের তাদের মতে, টবে ফলের গাছ লাগানো কঠিন হলেও অসম্ভব নয়।

তবে কোন কোন ফলের গাছ টবে লাগানো যায় তা জানেন কি?

কামরাঙা: কামরাঙা খেতে ভালোবাসেন অনেকেই। রোজ পানি দিলেই হবে। তবে মাটিতে পানি যেন না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। ফল ধরার সময় হলে নিয়মিত ডাল ছেঁটে দিলে ভালো হয়। ভালো মতো রোদ যেখানে আসে এমন জায়গায় রাখতে হবে কামরাঙার টব।

আম: আম খাওয়ার পর সেই বীজ টবের মাটিতে পুঁতে দিলে সেখান থেকে দিব্যি গাছ হবে। পর্যাপ্ত রোদ, পানি পেলেই তরতরিয়ে গাছ বড় হবে। তবে উত্তরের হাওয়া যেন গাছে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে।

ড্রাগন: বাড়ির ছাদ, বারান্দায় ড্রাগন ফলের গাছ বসানো যায় সহজেই। পর্যাপ্ত রোদ আর হেলান দেওয়ার জন্য একটি দেয়াল বা খুঁটি থাকলেই হলো। নিয়মিত পানি দিতে হবে ড্রাগন ফলের গাছে। কিন্তু গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।