ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চুল হাইলাইট করে নিন ঘরেই 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
চুল হাইলাইট করে নিন ঘরেই 

শুধু চুলের স্টাইল চেঞ্জ করেই আমরা পেতে পারি গর্জিয়াস লুক। এজন্য উৎসব সামনে রেখে চুল হাইলাইট করে নিতে পারেন।

চাইলে পার্লারের খরচ না বাড়িয়ে নিজেই চুলে হাইলাইট করে নিতে পারেন।  

জেনে নিন কীভাবে করবেন  
ভিনেগার ও মধু

১ কাপ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ এলাচের গুঁড়ার সঙ্গে ১ কাপ ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। যে চুলগুলোকে হাইলাইট করতে চান সেগুলো আলাদা করে প্যাক লাগিয়ে নিন।  এবার শাওয়ার ক্যাপ পরে চুল ঢেকে শুয়ে পড়ুন, আর সকালে উঠে শ্যাম্পু করে নিন।  

দেখুন কেমন সুন্দর হাইলাইট হয়ে গেছে।  

দারুচিনি গুঁড়া ও কন্ডিশনার আধা কাপ করে নিন। ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে শাওয়ার ক্যাপে মাথা ঢেকে রাখুন সারারাত। সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন মনের মতো রং করা চুল।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।