ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’

প্রাচীনকাল থেকেই গোলাপ ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত। প্রেমের প্রস্তাব কিংবা প্রিয়জনের মান ভাঙাতে লাল গোলাপের চেয়ে অব্যর্থ উপহার আর হয় না।

 

ফেব্রুয়ারি বিশেষ বিশেষ দিবসে ভরপুর একটি মাস। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসা দিবসও এ মাসে।  

৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ বা গোলাপ দিবস পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন-উইকের শুরু। আজ রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ।  
লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রং। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল গোলাপ ফুলকেই বেছে নেয়।  

লাল ছাড়াও হলুদ, পিঙ্ক ও সাদা গোলাপ ভালোবাসার পবিত্রতা বোঝাতে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে সাদা গোলাপ ব্যবহার করা হয় শান্তি বোঝাতে। কমলা রঙের গোলাপ আগ্রহ, চাওয়া এবং উৎসাহ বোঝাতে ব্যবহার করা হয়। বলা হয়, বন্ধুত্ব আর প্রেমের মধ্যে সেতু তৈরি করে কমলা রঙের গোলাপ।

আর তাই উপহার হিসেবে গোলাপের চাহিদাই সবার ওপরে। দেরি না করে গোলাপ দিবসে প্রিয় রঙের ফুল হাতে হাজির হয়ে যান প্রিয়জনের কাছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।