বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পণ করেছে গত ১৫ জুলাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় এটিএন বাংলা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করেছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এটিএনবাংলা চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন রাসেল মাহমুদ, ফয়সাল মাহমুদ ও রুমানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ভারতের সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রনীল সেন, হৈমন্তী শুকা, অন্বেষা দত্ত, সৈকত মিত্র, অর্পিতাসহ একঝাঁক নৃত্যশিল্পী। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইভা রহমান।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৮, জুলাই ১৬, ২০১০
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।