ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিনে অ্যান্ড ড্রামা কাব তাদের ক্যাম্পাসে আয়োজন করেছে ‘দি ব্লাড প্রাইম ডোনা’ চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনীর।
এগুজেনে লোনোস্কোর লেখা নাটক ‘দি ব্লাড প্রাইম ডোনা’ অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব চন্দ্র দাশ।
শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এনএসইউ’র প্লাজা স্টেজে এ চলচ্চিত্রটি দেখানো হবে।
এছাড়া ২৫ জুলাই থেকে শুরু হবে অন্য একটি চলচ্চিত্র প্রদর্শনী। এ প্রদর্শনীতে ১০টি চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে: অ্যাঙ্গরি ম্যান, বুচ ক্যাসিডি অ্যান্ড দি সাডেন্স কিড, দি গডফাদার, কাঞ্চনজঙ্ঘা, সীমানা পেরিয়ে, চিত্রা নদীর পাড়ে, ফুল মেটাল জ্যাকেট, গুড উইল হান্টিং ও কিক অ্যাস অ্যান্ড দি ডার্ক নাইট।
অপরদিকে, ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত একটি চিত্র প্রদর্শনীও চলছে। আগামী ২৭ জুলাই এ প্রদর্শনী শেষ হবে।
এনএসইউ ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর আজিম উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. এসএএম খায়রুল বাশার প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১০