নেভারল্যান্ড র্যাঞ্চে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাড়িটিকে কিশোর-কিশোরীদের জন্য গানের স্কুলে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সমাজের সর্বস্তরের শিশুরা এই স্কুলে গান শেখার সুযোগ পাবে।
জ্যাকসনের বসতবাড়ির বর্তমান মালিকেরা সানন্দে এই বিষয়টি নিয়ে ভাবছেন এবং তাদের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটেনের দ্য সান ডট কম জানিয়েছে, ‘বাড়ির লোকেরা আশা করছেন, এই স্কুলটি অনেক সুনাম অর্জন করবে। এখানে শিক্ষার্থীদের গান শেখানোর পাশাপাশি গান লেখার কৌশলও শেখানো হবে। ’
বর্তমানে কলোনি ক্যাপিটাল নামের একটি বেসরকারি সংস্থা জ্যাকসনের বাড়িটি দেখভাল করছে। এই প্রতিষ্ঠানটিও বেশ গুরুত্বের সঙ্গে গানের স্কুলের বিষয়টি নিয়ে এগোচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭২০, ডিসেম্বর ২৩, ২০১০