ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সঞ্জীব চৌধুরীর জন্মদিনে সঞ্জীব উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১০

কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক প্রয়াত সঞ্জীব চৌধুরীর ৪৭তম জন্মদিন ২৫ ডিসেম্বর ২০১০। এ উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘সঞ্জীব উৎসব’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবের আয়োজন করেছে দলছুট। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় দলছুটের নতুন অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয় এ উৎসবের।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জীব চৌধুরীর পরিবার-সদস্যরা, বাপ্পা মজুমদার, জুয়েল মাহমুদ, ফাহমিদা নবী, মিলন মাহমুদ এবং অন্যান্য সঙ্গীতশিল্পীরা।

‘আমি তোমাকে বলে দেব’ সঞ্জীব চৌধুরীর এ গানটি দিয়ে শহরতলী ব্যান্ডের পরিবেশনায় শুরু হয় গানের পর্ব। এরপর একে একে মঞ্চে আসে ব্যান্ডদল ফিডব্যাক, নির্ঝর এবং সবার শেষে আসে দলছুট।

আয়োজন প্রসঙ্গে দলছুট-প্রধান বাপ্পা মজুমদার বাংলানিউজকে বলেন, এখন থেকে সঞ্জীবদার প্রতি জন্মদিনেই আমরা এ উৎসবের আয়োজন করব। তার  জন্মদিনের আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতেই আমাদের এ আয়োজন।

‘আয় আমন্ত্রণ’ অ্যালবামটি প্রকাশ করেছে অগ্নিবীণা।

বাংলাদেশ সময় ২০৫০, ডিসেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।