ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আশঙ্কামুক্ত আজম খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১০
আশঙ্কামুক্ত আজম খান

বাংলাদেশের পপসঙ্গীতের অন্যতম প্রবর্তক ও মুক্তিযোদ্ধা আজম খান ৪ জুলাই রোববার রাতে হঠাৎ করেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়। বর্তমানে তিনি কমলাপুরের বাসায় চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।
আজম খানের ভাই সঙ্গীত পরিচালক আলম খান জানান, বেশ কিছুদিন ধরে আজম খান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। খানিকটা অনিয়মের কারণে রোববার রাতে বেশ অসুস্থ হয়ে পড়েন।
এখনো তার স্বাস্থ্য-পরীক্ষার সব রিপোর্ট পাওয়া না গেলেও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। তবে তাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৯৫৮, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।