ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আজম খানের মুখগহ্বরে সফল অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
আজম খানের মুখগহ্বরে সফল অস্ত্রোপচার

বাংলাদেশের পপসম্রাট আজম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে । ২১ জুলাই সকালে তাকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয়।

টানা ১০ ঘণ্টা চলে তার অপারেশন । সফল অপারেশন শেষে তাকে বর্তমানে রাখা হয়েছে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। এখানো আজম খানের জ্ঞান ফিরে আসেনি বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন শিল্পীর বড় মেয়ে ইমা খান।

তিনি আরো জানান, ডাক্তাররা আজম খানকে আশঙ্কামুক্ত বলে ঘোষণা করেছেনে। তবে শিল্পীকে আরো তিন-চারদিন আইসিইউয়ে থাকতে হবে।

মুখগহ্বরে ক্যান্সারে আক্রান্ত হয়ে পপসম্রাট আজম খান ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওনা দেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্পেশালিস্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে তিন দিন চলে তার ডায়াগনোসিস। ২০ জুলাই রাতে চিকিৎসকরা তার মুখগহ্বরে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং ২১ জুলাই স্থানীয় সময় সকাল ৯টায় তাকে অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হয়।

ইমা খান তার বাবা আজম খানের দ্রুত আরোগ্যলাভের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১০, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।