২৪ জুলাই বাংলা সিনেমার অবিস্মরণীয় নায়ক উত্তম কুমারের ৩০তম মৃত্যবার্ষিকী। মহানায়ক উত্তম কুমার ‘ওগো বধূ সুন্দরী’ ছবির শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন।
২৩ জুলাই বিকাল ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসব শুরু হবে। উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। উৎসব চলবে ২৫ তারিখ পর্যন্ত।
উৎসব উদ্বোধনে দিন বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে ‘নায়ক’। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদর্শিত হবে ‘হারানো সুর’।
২৪ জুলাই সকাল ১১ টায় ‘ধন্যি মেয়ে’র মাধ্যমে শুরু হবে উৎসবের দ্বিতীয় দিন। ১৯৭১ সালে নির্মিত হয়েছিল এ ছবি। বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে ‘ছদ্মবেশী’। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে প্রদর্শিত হবে ‘সপ্তপদী’।
২৫ জুলাই উৎসবের শেষ দিন । এ দিন সকাল ১১টায় প্রদর্শিত হবে ‘চৌরঙ্গী’। বিকেল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে ‘স্ত্রী’। উৎসবের শেষ ছবি ‘পথে হলো দেরি’ প্রদর্শিত হবে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে।
টিভি অনুষ্ঠান
চিরকালের মহানায়ক
চ্যানেল আইতে ২৩ জুলাই সকাল সাড়ে ১১টায় প্রচার হবে উত্তম কুমারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলে বিশেষ অনুষ্ঠান ‘চিরকালের মহানায়ক’। প্রামাণ্য ও টক শোবিষয়ক এই অনুষ্ঠানের আলাপচারিতায় অংশ নিয়েছেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। মতামত দিয়েছেন সুবর্ণা মুস্তাফাসহ অনেকে। এতে উত্তম কুমার অভিনীত স্মরণীয় কিছু ছবির কিপিংস দেখানো হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহিদুল আলম সাচ্চু।
মহানায়ক উত্তম কুমার
উত্তম কুমার স্মরণে দেশ টিভির আয়োজনে বিশেষ অনুষ্ঠান ‘মহানায়ক উত্তম কুমার’। এটি প্রচারিত হবে ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমজাদ হোসেন, চিন্ময় মুৎসুদ্দি এবং সুবর্ণা মুস্তাফা। প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৫৫, জুলাই ২২, ২০১০