ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

টিভি কিউ : নির্বাচিত অনুষ্ঠান ৩১ জুলাই, শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০

এটিএন বাংলা

বেলা ০২টা ৪০ মিনিট ॥ বাংলা ছায়াছবি  : রাজা-রানী ॥ পরিচালনা : বি এইচ নিশান। অভিনয়ে ঃ আমিন খান, মুনমুন, রোজী প্রমূখ।



রাত ৮টা ॥ ধারাবাহিক নাটক :প্রজাপতি মন (৩৩তম পর্ব) ॥ রচনা : ফেরদৌস হাসান, পরিচালনা : ফজলুর রহমান ॥ অভিনয়ে : মীর সাব্বির, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী বিশ্বাস, শাহরিয়ার নাজিম জয়, মাজনুন মিজান, আবুল হায়াত, ডলি জহুর, রহমত আলী, ওয়াহিদা মল্লিক, ফখরুল হাসান বৈরাগী প্রমূখ। গল্প : দুই বান্ধবীর জীবন বৃত্তান্ত দুই রকম। একজনের বাবা প্রচুর ধনী, আরেকজনের সাধারণ। একজন শহুরে, আরেকজন গ্রামের। শহুরে মেয়েটি গ্রামে যাচ্ছে বান্ধবীর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। এদিকে বান্ধবীর ভাইটির বিয়ে যখন ভেঙে যায়, তখন শুরু হয় নতুন অধ্যায়।

রাত ৮.৪০ মিনিট ॥ নতুন ধারাবাহিক নাটক : উপসংহার ॥ রচনা ও পরিচালনা : বদরুল আনাম সৌদ ॥ অভিনয়ে : সুবর্না মুস্তাফা, আলী যাকের, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহেমদ, ফজলুল রহমান বাবু, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, বন্যা মির্জা, খায়রুল আলম সবুজ, সাবেরী আলম, তানিমা, ইরেশ যাকের, মৌসুমী বিশ্বাস, মিতা চৌধুরী, শামস্ সুমন, নোভা প্রমূখ ॥ গল্প : আসাদুল্লাহ সাহেব ও নেয়ামুল খান একসময় ঘনিষ্ট বন্ধু ছিলেন। এতোটাই ভালো বন্ধু যে দুজন বিয়ে করেন একে অপরের বোনকে। একসময় ভুল বোঝাবুঝির কারণে শেষ হয় বন্ধুত্ব। এমনকি মুখ দেখাদেখিও বন্ধ। কিন্তু বাদ সাধে আসাদুল্লাহ সাহেবের মেয়ে রেনু আর নেয়ামুল খানের ছেলে সুজন। রেনু সুজনের প্রেম। তারা স্বপ্ন দেখে তাদের প্রেমের সফল পরিণতির ॥ নাটকটি প্রতি শনিবার ও রবিবার প্রচার হবে।

চ্যানেল আই

বেলা ১ টা ৩০ মিনিট ॥ বাংলা ছায়াছবি : ঘর জামাই ॥ পরিচালনা : শাহ্ আলম কিরন ॥ অভিনয়ে : শাবনূর, ফেরদৌস, প্রবীর মিত্র, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিট ॥ ধারাবাহিক নাটক : চৈতা পাগল ॥ রচনা : বৃন্দাবন দাস,  চিত্রনাট্য ও পরিচালনা : মাহফুজ আহমেদ ॥ নোয়াখালির আঞ্চলিক ভাষায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া আহসান, মাহফুজ আহমেদ, বাঁধন, রওনক হাসান, সোহেল খান, মৌসুমি বিশ্বাস, লুৎফর রহমান জর্জ, সিদ্দিকুর রহমান, মাহমুদুল মিঠু, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মাজনুন মিজান, শুভ্র, মিশো, আরফান, রিফাত চৌধুরী প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিট ॥ ধারাবাহিক নাটক : চন্দ্রমগ্ন ॥ রচনা : বিপাশা হায়াত, পরিচালনা : তৌকীর আহমেদ ॥ অভিনয়ে : মৌসুমী বিশ্বাস, তৌকীর আহমেদ, আবিদ রেহান, মৌটুসী, তাজ্জি, আল-মনসুর, শিরীন আলম, শামীমা নাজমিন, নিয়াজ মোহাম্মদ তারিক, হেলাল প্রমুখ।

এনটিভি

রাত ৮টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : গ্রাজুয়েট ॥ রচন ও পরিচালনা : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ॥ অভিনয়ে :  জাহিদ হাসান, হাসান মাসুদ, তিশা, বাধন, নাফিজা, শ্রাবন্তী, সেওতী, ঈশিতা, অন্নি, সোহেল খান, ফারুক আহমেদ, সি্িদ্দকুর রহমান, আমিরুল হক চৌধুরী, ম ম মোর্শেদ, শামীম, জয়রাজ, বাবর প্রমুখ ॥ গল্প : জাহিদ ৪ বার পরীা দিয়ে বিএ পাশ করেছেন। বরাবরই ইংরেজিতে ফেল করেছেন। তাই ইংরেজির প্রতি একটু বেশি আগ্রহ। সে সবার সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করে যদিও সেগুলো ভুল ইংরেজি। একটু সহজ সরল বোকা প্রকৃতির ছেলে কিন্তু সৎ। জাহিদ নিজেকে গ্রাজুয়েট বলে পরিচয় দিতে গর্ববোধ করে। তাই গ্রামের সবাই তাকে গ্রাজুয়েট বলে ডাকে। পরিবারে বয়স্ক মা বা ছাড়া আর কেউ নাই। কিন্তু কোথাও কোনো চাকুরী মিলে না। গ্রামের একটি মেয়েকে ভালবাসত। বেকার থাকার কারনে মেয়ের বাবা জাহিদের কাছে বিয়ে না দিয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। জাহিদ সে কষ্ট বুকে নিয়ে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসে উঠে । বাসে উঠার পর ঘটতে থাকে মজার ঘটনা।

বাংলাভিশন

রাত ৮ টা ১৫ মিনিট ॥  ধারাবাহিক নাটক : জামাই মেলা ॥ রচনা : বৃন্দাবন দাস ও পরিচালনা : আজহারুল ইসলাম বাবু ॥ অভিনয়ে : মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ.খ.ম. হাসান, আজিজুল হাকিম, ড. এনামুল হক, নোভা, আলভী, দিহান, শাহনাজ খুশি, পুতুল, বৃন্দাবন দাস, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ  প্রমুখ। গল্প : একটি গ্রামের বেশির ভাগ পুরুষই বিদেশে থাকে। আর মেয়েদেরকে বিয়ে দিয়ে ঘরজামাই রাখে। আর ঘরজামাইরা সবাই একটু মেরুদন্ডহীন, কেউ বয়স্ক, কেউ ঠসা, কেউ কুজা, নানান রকম। কিন্তু মজার ব্যাপার হলো ঘরজামাইরা এক পর্যায়ে এমনই শক্তিশালী হয়ে যায় যে, প্রভাবশালী গ্রুপ হিসেবে এলাকার পরিচালনা করতে থাকে। এতে করে গ্রামের কিছু যুবক ছেলেদের সাথে দ্বন্ধ শুরু হয় ॥ বাংলাভিশনে সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৮:১৫ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘জামাই মেলা’।

রাত ১১ টা ২০ মিনিট ॥ আর্ট শো : লাল গোলাপ ॥ পরিকল্পনা ও উপস্থাপনা : শফিক রেহমান, প্রযোজনা : রবিশঙ্কর মৈত্রী ॥ এবারের বিষয়: ইভ টিচিং-পর্ব ১ ॥ ইভ টিচিং এর প্রতিকার, কুফল, প্রতিরোধ- এসব নিয়ে লাল গোলাপের এবারের পর্বে থাকছে বিভিন্ন প্রতিবেদন ॥পাশাপাশি দেখানো হবে বিভিন্ন সিনেমায় ইভ টিচিং-এর  অংশবিশেষ।

একুশে টিভি

বিকাল ০৫ টা ২৫ মিনিট ॥ ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান : দ্য এইম ॥ উপস্থাপনা : লারা লোটাস, প্রযোজনা : এম এইচ মনি।

রাত ০৯ টা ৩০ মিনিট ॥  ধারাবাহিক নাটক : ভাবী ॥ কাহিনী : আব্দুস সালাম, রচনা : মানস পাল, পরিচালনা : দেবাশীষ বড়–য়া দীপ ॥ অভিনয়ে : বন্যা মির্জা, সোয়েব, সজল, জ্যোতিকা জ্যোতি, নাফিজা, সীমানা, ড. ইনামুল হক, শামীম, শিরীন আলম প্রমূখ।


দেশটিভি

রাত ৮টা ১৫ মিনিট ॥ ধারাবাহিক নাটক : অনুভূমি ॥রচনা : এজাজ মুন্না, পরিচালনা : হুমায়ূন ফরীদি ॥ এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আবুল হায়াত, ডলি জহুর, আনিসুর রহমান মিলন, লিটু আনাম, শাহেদ শরীফ খান, সাদিয়া ইসলাম মৌ, জাকিয়া বারী মমসহ আরো অনেকে।

রাত ১০টা ৩০ মিনিটে ॥ ধারাবাহিক নাটক : ভজকট ॥ রচনা : মনিরুজ্জামান ও রফিকুল ইসলাম পল্টু, পরিচালনা : রাজু খান ও এ কে আজাদ ॥ অভিনয়ে : আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, পিযূষ বন্দোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান র্জজ, সারা যাকের, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকি, বন্যা মির্জা, হুমায়রা হিমু, স্বাগতা, মাহামুদুল ইসলাম মিঠু, অশোক বেপারী, জয়রাজ, অয়ন চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, তানিয়া হোসেন সহ আরো অনেকে ॥ গল্প : বাহান্ন বাজার তিপ্পান্ন গলির এই রাজধানীর  শহর। প্রতিটা অলিতে গলিতে ঘটেছে আজব সব কান্ডকারখানা। তেমনি এক গলি মহল্লার চালচিত্র ভজকট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।