পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে বিশেষ ক্ষমতা নিয়ে। একদিন হঠাৎ করেই তিশার মধ্যে অতিপ্রাকৃতিক ক্ষমতা আবিস্কার করে তার আশেপাশের মানুষেরা।
এহসান এলাহী বাপ্পীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ময়নাতদন্ত’-এ তিশাকে প্রথমে দেখা যাবে খুব সাদাসিধে একটি মেয়ে হিসেবে। কিন্তু একসময় দেখা যায়, তিশা যা বলছে তাই সত্যে পরিণত হচ্ছে। তিনি বলে দিতে পারছেন সবার মনের গোপন কথা। প্রথমে বিষয়টি সবাই কাকতালীয় ধরে নিলেও বার বার যখন একই ঘটনা ঘটতে থাকে, তখনই সবাই বুঝতে পারে তিশা আসলে একজন অতিমানবী। সম্প্রতি ধানমন্ডি ও পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এই ধারাবাহিকটির শুটিং। এতে আরো অভিনয় করেছেন ইসরাত জাহান চৈতী, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, মারজুক রাসেল, কচি খন্দকার প্রমুখ।
২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ময়না তদন্ত’-এর প্রচার শুরু হবে শিগগিরই একুশে টিভিতে।