ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দূর্গত জাপানীদের সাহাযার্থে জাবিতে চলচ্চিত্র প্রদর্শনী

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)  জাপানে ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী সুনামিতে আক্রান্ত মানুষের সাহায্যের জন্য আয়োজন করেছে তিনদিনব্যাপী চলচিত্র প্রদর্শনীর। জাবির আই বি এ ইন্সটিটিউটের ‘সোসাল ওয়েলফেয়ার ক্লাব’ এর উদ্দ্যেগে আয়োজিত এ চলচিত্র প্রদর্শনীতে সহযোগিতা করছে ‘রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র’।



এ প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ জাপানীদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে আয়োজকরা জানিয়েছে। প্রদর্শনী ২৪ মে রবিবার দুপুর থেকে শুরু হয়েছে, চলবে ২৬ মে মংগলবার পর্যন্ত। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, রাশিয়া এবং চীনের মোট ৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ছবিগুলোর মধ্যে রয়েছে নয় নম্বর বিপদ সংকেত, ডুবসাতার, অটোগ্রাফ, উড়ান, আফটার শপ প্রভৃতি।

২৬ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনী শেষ হবে এবং সেই সাথে প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশে অবস্থিত জাপানের সাংস্কৃতিক কেন্দ্র (জাইজা) এর নিকট আনুষ্ঠনিক ভাবে হস্তান্তর করা হবে। একই দিনে ভূমিকম্পে নিহতদের স্মরণে শহীদ মিনার অভিমুখে প্রদীপ যাত্রা আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ‘সোসাল ওয়েলফেয়ার ক্লাব’ এর সাধার সম্পাদক হাসান মোস্তফা জামিল বলেন, এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ খুব সামান্য হলেও আমরা বিশ্বাস করি এ আয়োজনের মধ্যদিয়ে আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ জাপানীদের প্রতি সহমর্মিতা দেখাতে পারব।

এর আগে ২২ এপ্রিল শুক্রবার ঢাকাস্থ রাশিয়ান কালচারাল সেন্টারে প্রদর্শনীর প্রথম পর্যায়ের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। সেখানেও চলে দুইদিনব্যাপি চলচিত্র প্রদর্শনী।

বাংলাদেশ সময় ১৬৪০, এপ্রিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।