ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিবাহিত ব্যাচেলর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১

চ্যানেল আইয়ের বিশেষ টেলিফিল্ম ‘বিবাহিত ব্যাচেলর’। মেজবাহ উদ্দীন সুমন রচিত টেলিফিল্মটি পরিচালনা করেছেন তাহের শিপন।

অভিনয়ে রয়েছেন চঞ্চল চৌধুরী, ডা.এজাজ, মাহবুবা রেজানুর, রাখি, শওকত, উর্মি, রোমান, তন্ময়, রহিম, লিমন, ওসমান হুজুর, মজিবর প্রমুখ। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচারিত হবে ২৯ এপ্রিল বেলা ২টা ৪০ মিনিটে।

এতে দেখা যাবে, আরো দেরি করার ইচ্ছে থাকলেও শেষপর্যন্ত বিয়েটা করেই ফেললো মেরাজ। তার ইচ্ছা ছিলো একটা আলাদা বাসা নিবে তারপর বিয়ে। কিন্ত কনে দেখার সময় মেয়েটাকে এতো ভালো লাগলো যে সে রাজি হয়ে গেলো বিয়ে করতে। কনে লতার বাড়ি ঢাকায়। মেরাজ ঢাকার ১টা মেসে থাকে। কিন্তু বাসা নেওয়ার আড়ে দৈব-দুর্বিপাকে আটকে গেলো তার ইনক্রিমেন্ট। নেওয়া হলো না বাসা। বউ থাকে বাপের বাড়ি সে মেসে। বউকে কাছে পেয়েও পাওয়া যাচ্ছে না। হয়ে গেছে সে বিবাহিত ব্যাচেলর। মেরাজ প্রায়ই শ্বশুরবাড়ি যায়। সবাই টিপ্পনি কাটে। বউ চাপ দেয় বাসা কখন নিবে। এভাবেই এগিয়ে যায় ‘বিবাহিত ব্যাচেলর’-এর গল্প।

বাংলাদেশ সময় ১৯৪০, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।