ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

স্বপ্নের শহর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১

মে দিবসের বিশেষ নাটক ‘স্বপ্নের শহর’। নাটকটি রচনা করছেন ইদ্রিস হায়দার আর পরিচালনা করেছেন শাহীন রহমান।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, বন্যা মির্জা, প্রান রায়,রুনা খান, মিরন মহিউদ্দীন প্রমূখ।   নাটকটি প্রচার হবে ০১ মে রাত ৭টা ৪০ মিনিটে  আরটিভিতে।

‘স্বপ্নের শহর’ নাটকের কাহিনীধারায় দেখা যাবে, মায়ের মৃত্যুর পর অভাবের তারনায় বকুল শহরে আসে। খুব সে দেখে দলে দলে নারী-পুরুষ কোথায় যেন যাচ্ছে। একজনকে প্রশ্ন করে জানতে পারে, এরা সবাই গামের্ন্টেসে চাকরি করে। বকুল তাদের পিছনে পিছনে যায়। হারেজ নামের গার্মেন্টস শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়।   বকুলের অসহায়ত্বের কথা শুনে হারেজ বকুলকে গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেয়। এক সময় বকুরকে ভালো লাগে হারেজের।   হারেজ আর বকুলের একসময় বিয়ে হয়। হঠাৎ একদিন গার্মেন্টেস আগুনে পুড়ে যায়। সবাইকে বাচাঁতে গিয়ে আগুনে পুড়ে যায় হারেজ। এদিকে বকুলের গর্ভে অনাগত সন্তান। এক অনিশ্চিত জীবনে পা বাড়ায় বকুল।

বাংলাদেশ সময় ১৮৩০, এপ্রিল ২৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।