মে দিবসের বিশেষ নাটক ‘স্বপ্নের শহর’। নাটকটি রচনা করছেন ইদ্রিস হায়দার আর পরিচালনা করেছেন শাহীন রহমান।
‘স্বপ্নের শহর’ নাটকের কাহিনীধারায় দেখা যাবে, মায়ের মৃত্যুর পর অভাবের তারনায় বকুল শহরে আসে। খুব সে দেখে দলে দলে নারী-পুরুষ কোথায় যেন যাচ্ছে। একজনকে প্রশ্ন করে জানতে পারে, এরা সবাই গামের্ন্টেসে চাকরি করে। বকুল তাদের পিছনে পিছনে যায়। হারেজ নামের গার্মেন্টস শ্রমিকের সঙ্গে তার পরিচয় হয়। বকুলের অসহায়ত্বের কথা শুনে হারেজ বকুলকে গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেয়। এক সময় বকুরকে ভালো লাগে হারেজের। হারেজ আর বকুলের একসময় বিয়ে হয়। হঠাৎ একদিন গার্মেন্টেস আগুনে পুড়ে যায়। সবাইকে বাচাঁতে গিয়ে আগুনে পুড়ে যায় হারেজ। এদিকে বকুলের গর্ভে অনাগত সন্তান। এক অনিশ্চিত জীবনে পা বাড়ায় বকুল।
বাংলাদেশ সময় ১৮৩০, এপ্রিল ২৮,২০১১