৬৪ তম কান উৎসবে এই প্রথম রেকর্ড সংখ্যক নারী নির্মাতার ছবি উৎসবের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড পালমে দি’ওর-এর জন্য লড়ছে। কান উৎসবের শিরোনাম হয়ে প্রায় সপ্তাহজুড়ে শুধু পুরুষরাই এসেছেন, কিন্তু এখন সবকিছু ছাপিয়ে নারী নির্মাতারা সবার নজরে এসেছেন।
এই চার নারী নির্মাতার প্রত্যেকেই নিজ নিজ ছবি নিয়ে আশাবাদী। যদিও কিংবদন্তী ছবি নির্মাতা টেরেন্স মালিক আর লার্স ভনের ছবিও পালমে দি’ওর-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। কান উৎসবের গত ৬৪ বছরে মাত্র একবার নারী নির্মাতা জেন ক্যাম্পিয়ন ১৯৯৩ সালে ‘দি পিয়ানো’ ছবিটির জন্য পালমে দি’ওর জিতেছিলেন।
আসল কথা হচ্ছে, গত বছর কান উৎসবে কোন নারী নির্মাতার ছবি পালমে দি’ওর প্রতিযেগিতায় ছিল না, যা অনেক সমালোচনার জন্ম দিয়েছিল। তাই এবারের কান চলচ্চিত্র উৎসবে এই সমালোচনার উদ্ধে থাকার জন্য উৎসব প্রধান থিয়েরী ফ্রিমাক্স চার জন নারী নির্মাতার ছবি পালমে দি’ওর অ্যাওয়ার্ডের জন্য অন্তর্ভুক্ত করেছেন।
এই ৪টি ছবি হলো জুলিয়া লেইগের ‘সিপিং বিউটি’, লিনি রামসের ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’, নাউমি কাউসির ‘হেনিযু সুকি’ এবং ফ্রেঞ্চ অভিনেত্রী মেইওয়েন নামে পরিচলিত ছবি ‘পুলিস’।
এবারের পালমে দি’ওর অ্যাওয়ার্ডটি কোনো নারী নির্মাতার ঝুলিতে যায় কিনা সেজন্য অপেক্ষা করতে হবে উৎসবের শেষ দিন পর্যন্ত। কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন ২২ মে প্রদান করা হবে সম্মানজনক এই অ্যাওয়ার্ড।
বাংলাদেশ সময় ১৯৫০, মে ১৯, ২০১১