ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কক্সবাজারে বিনোদন সাংবাদিকতা বিষয়ে সেমিনার

বিপুল হাসান, কক্সবাজার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

চ্যানেল আই-এর যুগপুর্তি ও বিনোদন সাংবাদিকতার ছয় দশক উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে ৯ জুলাই শনিবার  কক্সবাজারে  ‘বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলের প্রসারে বিনোদন সাংবাদিকদের ভুমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে । দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা ও সংবাদ মাধ্যমের বিনোদন সাংবাদিকরা এতে অংশ নেন।



বরেণ্য চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পাক্ষিক আনন্দভুবন এর সৈকত সালাহউদ্দিন। প্রবন্ধের বিষয়বস্তু ছিল ‘স্যাটেলাইট টেলিভিশন, বিনোদন ও বিনোদন সাংবাদিকতা’। এতে ‘স্যাটেলাইট টেলিভিশন এবং বিনোদন সাংকবাদিকতার সম্ভাবনার প্রেক্ষাপট ও ভবিষ্যত তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলোর মেহেদী মাসুদ, দৈনিক ইত্তেফাকের তানভির তারেক, তারকালোকের ইব্রাহিম খলিল খোকন, দৈনিক বাংলাবাজারের মনিরুল ইসালাম, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের সঞ্জীব সাহা প্রমুখ।

সেমিনারে অংশ নেন জুটন চৌধুরী, বিপুল হাসান, দুলাল খান, মাহবুব হাসান জ্যোতি, আবেগ রহমান, সোহেল অটল, মাহমুদ মনজুর, আহসান পাভেল প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি বলেন, ‘স্যাটেলাইট চ্যানেলের আজকের প্রসারে বিনোদন সাংবাদিকরা বিশেষ ভূমিকা পালন করেছে। চ্যানেল আই শিগগিরই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিনোদন সংবাদ ও বিনোদন সাংবাদিকদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করেতে যাচ্ছে। তিনি আরও বলেন, মিডিয়া নিয়ে গবেষনা ও প্রাশক্ষনের জন্য আগামীতে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠার কথা চ্যানেল আই ভাবছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, চ্যানেল আই এর সিনিয়র প্রযোজক আমিরুল ইসলাম ও রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী।

বাংলাদেশ সময় ১৬৩০, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।