ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সময় এখন রুমির

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

সময়টা খুব বেশি দিন আগের নয়। ২০০৬ সালের কথা।

একদিন এক কনসার্টে ফেরদৌস ওয়াহিদ হঠাৎ করেই ঘোষণা করলেন, এখন গান গাইবে হাবিব ওয়াহিদ টু। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক। পরে গান শোনার পর উপস্থিত সবাই বুঝলেন, ফেরদৌস ওয়াহিদ মন্দ বলেন নি। সত্যিই ছেলেটার কণ্ঠে আছে হাবিবের মতোই মাদকতা। এমনকি এই মাদকতায় আজ ছুয়েঁ গেছে সারা দেশে এবং সেই আলোচিত এই মাদকের নাম আরফিন রুমি।

এই ঈদকে সামনে রেখে বেরিয়েছে রুমির নতুন অ্যালবাম ‘ভালোবাসি তোমায়’। ২১ আগস্ট বিকেলে এক ইফতার পার্টির মাধ্যমে আরফিন রুমির এই এককের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ, ইবরার টিপু, আসিফ আকবর, উপস্থাপক আনজাম মাসুদ, সুরকার প্রিন্স মাহমুদ, সঙ্গীতার কর্ণ সেলিম খান এবং দূরবীন ব্যান্ডের সদস্যরা। কথাবন্ধু নিরবের উপস্থাপনায় অনুষ্ঠানের অতিথিরা আরফিন রুমীর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিজের তৃতীয় একক প্রসঙ্গে রুমি বলেন, প্রায় দুবছর ধরে এই অ্যালবামের গান তৈরি করেছি। অ্যালবামের বেশির ভাগ গানই রোমান্টিক। সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই এবারের গানগুলো সাজিয়েছি। এছাড়া সুর আর সঙ্গীতায়োজনে থাকছে নতুনত্ব। আশা করছি অ্যালবামটি সবার ভাল লাগবে।

এর আগে ২০০৭ সালে রুমির স্বনামে ‘আরফিন রুমি’ এবং ২০০৯ সালে ‘এসো না’ অ্যালবামগুলো বেশ সাফল্য পায়। চলতি বছরে হাবিবের পর দ্বিতীয় সর্বাধিক মূল্যমান দশ লাখ টাকায় রুমির তৃতীয় অ্যালবামটির সত্ত্ব কিনে নিয়েছে সংগীতা।

আরফিন রুমির এই তৃতীয় এককে মোট গান থাকছে ১০টি। এর মধ্যে ৫টি একক ও ৫টি দ্বৈত। দ্বৈত গানগুলোর মধ্যে ২টিতে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। একটি করে গানে কণ্ঠ দিয়েছেন পড়শী, খেয়া ও কলকাতার খ্যাতনামা শিল্পী শুভমিতা। গানের কথাগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোহেল আরমান, রবিউল ইসলাম জীবন , মাশফিক, শফিক তুহিন। গানগুলো হলো- বলো না তুমি কোথায়, প্রিয়তমা মনের একলা ঘরে, রঙ্গিন হাওয়া, সহেনা যাতনা, প্রেমের পথে, প্রতিদিন দেখি তোমায়, ভালোবাসি তোমায়, অচেনা মায়া, শোনো মেয়ে প্রভৃতি।

আসন্ন ঈদে আরো বেশ কজন তারকাশিল্পী অ্যালবামের ঘোষনা করলেও শেষ পর্যন্ত মুক্তির মুখ দেখেনি। তাই সঙ্গীতবোদ্ধাদের মুখে একটাই কথা, খালি মাঠে গোল করেছেন রুমি।

বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।