এটিএনবাংলা চ্যানেলে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে হাসির নাটক ‘ইয়েস নো ভেরিগুড’। নাটকটি লিখেছেন শামীম আহমেদ, পরিচালনায় রয়েছেন কায়সার আহমেদ।
‘ইয়েস নো ভেরিগুড‘ নাটকে দেখা যাবে, জমির দালালি করে হঠাৎই ধনকুবের বনে যান টমি মিয়া। স্ত্রী নেই। একমাত্র কন্যা সুখতারা খানিকটা অভিমানি স্বভাবের। টাকা থাকলেও অভিজাত সমাজে মেশাটা কষ্টকর হয়ে পড়ে টমি মিয়ার পরিবারের। তাই মেয়েকে ইংরেজি শেখানোর জন্য নান্টু নামের একজন গৃহ শিক্ষক রেখে দেন। মেয়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেও ইংরেজি শেখেন। তবে যা শেখেন তার পুরোটাই বলেন ভুল। নান্টু আসলে নিজেই ইংরেজি ভালো জানেন না। এই সুযোগ নিয়ে পল্টু নামে সুচতুর লোক বাড়িতে ঢুকে পড়ে। আগে থেকেই টমি মিয়ার সহকারী হিসেবে কাজ করেন আপেল। তারা তিনজনই ভালোবাসে সুখতারাকে। এ নিয়ে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।
হাসির এ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন নাটকটির নির্মাতা ও কলাকুশলীরা।
বাংলাদেশ সময় ১৪৫০, সেপ্টেম্বর ০৭, ২০১১