ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

তাহসানের সুর মিথিলার কণ্ঠ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১

তাহসান- মিথিলা, আমাদের শোবিজের ‘সুইট কাপল’। অভিনয় বা মডেলিংয়ে মাঝেমধ্যে দেখা গেলেও গানেই দুজনে খুঁজেন আসল পরিচয়।

মিথিলা গান লিখেন, তাহসান সুর দেন আর দুজনেই গানে কণ্ঠ দেন। গানই এই দম্পতির যৌথ-জীবনের অবলম্বন।

তাহসানের সুর-সংগীতায়োজনে এর আগে বেশ কিছু গান গেয়েছেন মিথিলা। বিশেষ করে তাহসানের প্রতিটি একক অ্যালবামেই একটি করে গান গেয়েছেন মিথিলা। শুধু যে গেয়েছেন তাই নয়, সেই গানগুলোর বেশির ভাগই বেশ জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রোদেলা দুপুরে’, ‘পাগলা ঘুড়ি’, ‘ঘুমখোয়ারে’ প্রভৃতি।

কিছুদিন আগে বের হওয়া তাহসানের ‘প্রত্যাবর্তন’ অ্যালবামটিতে ‘কিছু কথা’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছিলেন মিথিলা। তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠের এই গানটি দারুন শ্রোতাপ্রিয়তা পায়।

এতদিন বিচ্ছিন্নভাবে তাহসান-মিথিলা গান করলেও এবার একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন এই তারকা দম্পতি। তাহসানের সুর ও সঙ্গীতায়োজনে মিথিলা শুরু করেছেন একক অ্যালবামের কাজ।

প্রায় মাস তিনেক শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তাহসান। চিকিৎসকের পরামর্শে তাকে থাকতে হয়েছে সম্পূর্ণ বিশ্রামে। যার কারণে মিডিয়ার কাজ থেকে দূরে ছিলেন । অসুস্থতার কারণে তাহসান তার অভিনীত প্রথম ছবি ‘টু বি কনটিনিউ’-এর শুটিংয়ে অংশ নিতে পারেননি। তবে আগামী মাসে ছবির শুটিংয়ে যোগ দিবেন বলে জানিয়েছেন তাহসান। স্ত্রী মিথিলার একক অ্যালবামের মাধ্যমে আবারও মিডিয়ার কাজ শুরু করলেন তিনি। Tasan Mithila

মিথিলার ক্যারিয়ারের প্রথম একক  অ্যালবামটি বের হচ্ছে তাহসানের সংগীতায়োজনে । বর্তমানে তাহসান কর্মস্থল ইউল্যাবের শিক্ষকতা থেকে কিছুদিনের ছুটিতে রয়েছেন । এই ছুটির মধ্যেই পূর্ণোদ্যমেই মিথিলার একক অ্যালবামে সময় দিচ্ছেন তাহসান।

মিথিলার এই অ্যালবামে থাকছে মোট ১০টি গান। সবক’টি গানের সুর-সংগীতায়োজন করছেন তাহসান। সেড-রোমান্টিক সহ সব ধরনের গানই থাকবে এই অ্যালবামে। একাধিক দ্বৈতগানও থাকছে অ্যালবামটিতে।

মিথিলার প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে  তাহসান বলেন, আসলে অনেক দিন ধরেই মিথিলার অ্যালবাম করার পরিকল্পনা করছিলাম। কিন্তু নিজের অ্যালবাম আর পেশাগত ব্যস্ততার কারণে কাজটি বার বার পিছিয়ে গেছে। পাশাপাশি মিথিলাও ব্যস্ত ছিল অভিনয়-মডেলিং নিয়ে। এবার দুজনেই সব ব্যস্ততা এড়িয়ে অ্যালবামটির কাজে হাত দিয়েছি। বেশ কিছু ট্র্যাক তৈরি হয়ে গেছে। মিথিলা শিগগিরই এগুলোতে কণ্ঠ দেবে ।

তাহসানের সংগীতায়োজনে নিজের প্রথম একক অ্যালবাম করা প্রসঙ্গে মিথিলা বলেন, আমি এর আগে তাহসানের অ্যালবামগুলোতে বেশ কিছু গান গেয়েছি। শ্রোতারাও বেশ পছন্দ করেছে গানগুলো। শ্রোতাদের অনুরোধেই এবার আমার প্রথম একক অ্যালবামের কাজ শুরু করলাম। তাহসান  অ্যালবামের সবগুলো গানের সুর-সংগীতায়োজন করছে। আসলে তাহসান আমার গায়কীর ধরনটা বেশ ভাল বুঝতে পারে। তাছাড়া গানের কথার বেলায়ও তাহসান আর আমার পছন্দ এক। আমার নিজের লেখা একাধিক গানও থাকছে অ্যালবামটিতে। আন্তরিকতার সঙ্গেই আমি ও তাহসান কাজ করছি। আমাদের বিশ্বাস গানগুলো ভালো লাগবে শ্রোতাদের ।

বাংলাদেশ সময় ০২৪৫, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।