ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঘরে তৈরি

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুন ৭, ২০১২
ঘরে তৈরি

আমরা দইয়ের উপকারিতা সম্পর্কে জানলাম। বাইরের দই খেতে না চাইলে খুব সহজে ঘরেই তৈরি করুন মজাদার, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর মিষ্টি দই।

যা যা লাগবেঃ

দুধ-৪ লিটার, চিনি-১ কাপ, টক দই-২ টেবিল চামচ।

প্রনালীঃ

দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। দুধ জ্বালানোর সময় করার সময় অল্প অল্প করে চিনি দিয়ে নাড়তে থাকুন যাতে সর না পড়ে। এবার চুলা থেকে নামিয়ে দুধ উঁচু থেকে পাত্রে ঢালুন। দুধ অল্প গরম থাকতে ফেটানো টক দই মিলিয়ে নিন।

এবার পাত্রের মুখে ঢাকনা দিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে এমনভাবে রাখবেন যেন নাড়া না লাগে। ১২ ঘণ্টা পর ঢাকনা খুলে দেখুন, দই জমে যাবে। দইয়ের পরিবর্তে সিরকা বা লেবুর রস দিলেও দই জমবে।

এবার দই দিয়ে কয়েক পদ তৈরি করুন এই গরমে:

রায়তা

যা যা লাগবে :

 আম টুকরা করে কাটা হাফ কেজি, টক দই ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, জিরা গুঁড়া, ১ চা চামচ,

 শুকনা মরিচ গুঁড়া (তেলে ভাজে) ১ চা চামচ, বিট লবণ সামান্য, চিনি স্বাদ অনুযায়ী, লবণ পরিমাণমতো।

 প্রস্তুত প্রণালী :

 দই খুব ভালোভাবে ফেটুন, সব উপাদান একসঙ্গে মিশান এবং ফ্রিজে রেখে দিন।

 কিছুক্ষণ পর ফ্রিজ থেকে নামিয়ে  আমের টুকরো দিয়ে পরিবেশন করুন।

দই-আম লাচ্ছি

উপকরণঃ

মিষ্টি দই ২ কাপ, পাকা আমের রস ২ কাপ, চিনি ১ কাপ, পানি ২ কাপ, বরফ কুচি ১ কাপ, লবন সামান্য

প্রণালীঃ

বরফ কুচি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। স্বচ্ছ গ্লাসে লাচ্ছি ঢেলে, বরফ কুচি দিয়ে এই গরমে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা দই-আমের লাচ্ছি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।