ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পিবিএস বইমেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১২
পিবিএস বইমেলা

‘হুমায়ূন স্যারের স্মৃতি রবে সবার ঘরে ঘরে’ এই স্লোগান নিয়ে গত ৫ই অক্টোবর শুক্রবার পিবিএস এ উদ্বোধন হয়ে গেলো হুমায়ূন আহমেদের বই নিয়ে বইমেলা।

বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম মাউন্ট এভারেস্ট চূড়া বিজয়ী মূসা ইব্রাহীম।

সম্মানিত ক্রেতাদের সুবিদার্থে বই মেলাতে ২৫% ছাড়ে হুমায়ূন আহমেদের সব বই পাওয়া যাচ্ছে। মেলার সাথে আরও আকর্ষণ হিসাবে রয়েছে পিবিএস ইয়ং রিডার্সদের আকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী এবং জন্মদিন ও রাশিচক্র থিম নিয়ে সাদাকালোর মগ প্রদর্শনী।

মেলায় মূসা ইব্রাহীম এধরনের মেলার উদ্যোগের প্রশংসা করেন এবং মাউন্ট এভারেস্ট চূড়ায় ওঠার রোমহর্ষক অভিজ্ঞতা সকলের মাঝে বর্ণনা করেন। এই মেলায় প্রচুর পাঠক সমাগম ঘটে। মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পিবিএস-এর প্রধান কর্মকর্তা মো: আলী আফজাল।
ঠিকানা : ১৬ শান্তিনগর, ঢাকা। ফোন : ৯৩৪৫১৮৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।