ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকা ফুডিস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
ঢাকা ফুডিস

ঢাকাবাসীকে রসনা তুপ্তি দিতে ২০১২ সালের জুনে যাত্রা শুরু করে ঢাকা ফুডিস। প্রতিষ্ঠানটি খাদ্য রসিকদের কাছ থেকে খাদ্য পর্যালোচনা করার  জন্য একটি সংস্কৃতি তৈরির চেষ্টা করছে।

এখানে এসে সবাই রেস্টুরেন্টের সর্বশেষ আপডেট তাদের প্রিয় খাদ্য, রেসিপি এবং বিভিন্ন আগ্রহের বিষয়ে জানতে পারবে।

প্রতিষ্ঠানটি একটি বিভাগ চালু করেছে যার মাধ্যেমে সবার প্রিয় খাবার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এই বিভাগে ঢাকার বাইরের খাবার, পুরান ঢাকার খাবার এবং কে কতোটা খাদ্য রসিক এটা জানা হয়। এই বিভাগ চালুর মাত্র তিন মাসের মধ্যে এদের ফ্যান পেজে ১১ হাজারের বেশি সদস্য যুক্ত হয়েছে।

বাংলাদেশে খাদ্য বিষয়ক ফটোগ্রাফি জনপ্রিয় করতে প্রথমবারের মতো ঢাকা ফুডিস আয়োজন করেছে ফুডিগ্রাফি। ২০ অক্টোবরের মধ্যে ছবি পাঠাতে হবে এই মেইলে। ৩০ অক্টোবরের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য রয়েছে নোকিয়া ফোন, ক্যামেরাসহ আরও আকষর্ণীয় পুরস্কার ।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।