ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অন্দরসজ্জায় শোপিস

ফারজানা গাজী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১২
অন্দরসজ্জায় শোপিস

বাড়িতে ঢোকার পরপরই অতিথিদের নজরে যে ঘরটি পড়ে সেটি হলো বিশেষ যত্নে সাজানো গোছানো ড্রইংরুম, আর সৌখিন উপকরণ দিয়ে কীভাবে আকর্ষনীয়  ও অন্যদের থেকে ভিন্ন করা যায় সে বিষয়ে সবার আগ্রহই একটু বেশি।

ড্রইংরুম সাজানোর সময় স্বাভাবিক ভাবেই বসার ব্যবস্থা রাখা হয় এবং এর সঙ্গে একটি সেন্টার টেবিল ও সাইড টেবিলও রাখা হয়।

যদি ড্রইং রুম একটু বড় হয় সেক্ষেত্রে অনেকেই আবার কর্নারে একটি শোকেস রাখতেও পছন্দ করেন। এতা আয়োজনের মূল উদ্দেশ্য হলো , এসব সামগ্রী দিয়ে ঘর সাজালে ঘরটি পাবে সৌখিনতা ও আভিজাত্যের ছোঁয়া।

ড্রইংরুমের সেন্টার টেবিল, সাইড টেবিল এবং কর্নার শোকেসে বিভিন্ন ধরনের সেন্টার পিস অথবা শোপিস ব্যবহার করা যেতে পারে।

আপনার ড্রইংরুম বড় হলে অর্থাৎ বসার জন্য শোফা, ডিভান সাজানোর পর তার মাঝখানে সেন্টার টেবিল রাখতে পারেন, সেন্টার টেবিলের ওপর বিভিন্ন ধরনের ক্রিষ্টাল, সিরামিক, কাচের শোপিস অথবা নানা ধরনের ফুলদানি সাজিয়ে রাখতে পারেন।

বড় ক্রিষ্টাল অথবা কাচের পাত্রে পানি দিয়ে ফুলের পাপড়িসহ ফ্লোটিং মোমবাতিও রাখতে পারেন সেন্টার টেবিলে। আপনি যদি ফুল ভালবাসেন তাহলে তো কথাই নেই, টেবিলের ওপর একটি চমৎকার ইকেবানা সাজাতে পারেন। সেক্ষেত্রে  সেন্টার টেবিলটি একটু বড় হলে ভালো।

সেন্টার টেবিল যদি কাচের এবং কম উচ্চতার হয় তবে বেশি ভারী শাপিস না রাখাই ভালো। সেক্ষেত্রে ছোট ছোট অনেকগুলো শোপিস বিভিন্ন ষ্টাইলে সাজালে নান্দনিক লাগবে।

আপনার ড্রইংরুমের টেবিলটি যদি কাঠের হয় তবে সোফাসেটের কুশন কভারের  সঙ্গে মিল করে টেবিল রানার দিতে পারেন। এর ওপরে একটি সুন্দর ক্রিষ্টাল অথবা চীনামাটির ঢাকনাসহ বাটিতে রাখতে পারেন চকলেট অথবা ড্রাইফ্রুট।

সাইড টেবিলে রাখতে পারেন বিভিন্ন ধরনের ল্যাম্পশেড, ভাস্কার্য অথবা  বনসাই।

অনেকের আবার নানা ধরনের জিনিস সংগ্রহ করার বিষয়ে আগ্রহ থাকে। যেমন বিভিন্ন ধরনের মগ, মূর্তি, স্থাপত্যশিল্পের শোপিস ইত্যাদি। এসব সামগ্রী সাজিয়ে রাখতে পারেন আপনার কর্নার শোকেসটিতে।

অনেক কর্নার শোকেসে তাকগুলো কাচের হয় এবং আর্টিফিসিয়াল আলোর ব্যবস্থাও থাকে। সেক্ষেত্রে নানা ধরনের ক্রিষ্টালের, কাচের অথবা সিরামিকের  শোপিস রেখে তার ওপর আলো ফেললে তৈরি হবে এক বর্ণিল পরিবেশ।

অনেক  সময় দেখা যায় যে ড্রইংরুম এবং ডাইনিংরুম সঙ্গে থাকে। তখন আপনি ডাইনিং স্পেসেও শোকেস রাখতে পারেন। এছাড়া ঘরের বিভিন্ন কোনে, কনসোল টেবিলও সাজাতে পারেন শোপিস দিয়ে।

বাজারে নানা ধরনের চীনা মটি, বাঁশ, বেত, মাটি, পিতল, কাঠ, তামা, রূপার শোপিস এবং ফুলদানি পাওয়া যায়। সেগুলো সাজিয়ে রাখতে পারেন ঘরের বিভিন্ন জায়গাতে।

যারা সমুদ্র ভালোবাসেন তাদের সেই অনুভূতিকে তাজা রাখার জন্য একটি পাত্রে কিছু শামুক ঝিনুক রেখে সেন্টার টেবিল অথবা সাইড টেবিলে রাখতে পারেন। আর আকারে যদি বড় সাইজের হয় এই সামগ্রীগুলো, তবে কর্নার শোকেসটিতেও  সাজিয়ে রাখতে পারেন।

বেডরুমের বিভিন্ন দেয়ালে কাবিজ অথবা তাকের ওপরটাও সাজাতে পারেন শোপিস দিয়ে।

ডাইনিং স্পেস যদি একটু বড় হয় তাহলে বেসিনের পাশে গ্লাস সেলফ লাগিয়ে সেখানে বিভিন্ন ধরনের ফল অথবা সবজির শোপিস রাখতে পারেন। আর সবুজ ভালবাসলে রাখতে পারেন বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল অথাব ন্যাচারাল গাছের শোপিস।

এছাড়া ঘরের প্রবেশ পথে অথবা সিড়ির ল্যান্ডিংএ নানা ধরনের মাটির অথবা কাঠের তৈরি শোপিস দিয়ে সাজাতে পারেন। বিভিন্ন ধরনের হাতি, ড্রাই ফ্লাওয়ার অথবা কাঠের কারুকার্য করা শোপিস কে প্রাধান্য দেওয়াই উত্তম।

শুধু আপনার ঘরটাকেই নয় আপনার মনটাকেও পূর্ণতা এনে দেয় এই শোপিস বা  সেন্টার পিস।

ফারজানা গাজী
সত্ত্বাধিকারী ও ডিজাইনার
ফারজানা’স ব্লিস্
info@farzanasbliss.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।