ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৩

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৩

ফ্রিল্যান্সারস ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন লিমিটেডের উদ্যোগে গুলশানের ‘স্যাফ্রন’ রেস্তোরা - দ্যা গার্ডেন রেষ্টুরেন্টে শুরু হয়েছে বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৩।  

ফ্যাশন প্রোডাক্টের ওপর ৫দিনের আকর্ষণীয় ইভেন্ট ৪ সেপ্টেম্বর শুরু হয়, এটি ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আমরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশ থেকে  পোশাক ও ফ্যাশন অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণ করছে  কার্নিভ্যালে।

বিদেশি অংশগ্রহণকারীদের বাংলাদেশি ক্রেতার সামনে তাদের প্রোডাক্ট তুলে ধরার সুযোগ পেয়ে কার্নিভ্যালে যোগ দিতে আসা প্রতিষ্ঠানগুলো দারুণ খুশি।

কার্নিভ্যালে দেশি বিদেশি মোট ৪০টি মত প্রতিষ্ঠান অংশ নিয়েছে।  

তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধ সবার জন্য মেলায় রয়েছে উন্নতমানের ফ্যাশনেবল প্রোডাক্ট।

কার্নিভ্যালে সালোয়ার কামিজ, ফতুয়া,শাড়ি, গৃহাস্থালী টেক্সটাইল, নিটওয়্যার, কুর্তা, শাল, শেরওয়ানি, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউজ, উপহার সামগ্রী, আধুনিক বোরকা, হিজাব ও চামড়াজাত দ্রব্য।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।