সকাল থেকে রাত প্রতিদিন প্রতি মুহূর্ত ব্যস্ত থাকি আমরা। এতো ব্যস্ততার মধ্যে নিজেদের ত্বক, চোখ, চুলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব দিয়ে রেখেছি বিভিন্ন ব্র্যান্ডের প্রশাধনীর ওপর।
তবে প্রসাধন সামগ্রী ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমরা মেয়াদের বিষয়টি গুরুত্বের সঙ্গে লক্ষ করি না। কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহারে সৌন্দর্য বাড়ার পরিবর্তে ত্বকের বড় ধরনের ক্ষতি হতে পারে।
চলুন জেনে নেয়া যাক বিশেষজ্ঞদের মতে বিভিন্ন প্রসাধন সামগ্রীর মেয়াদ উত্তীর্ণের সময়সীমা:
ক্রিম: ১ বছর ব্যবহার করা যায়।
পাউডার: সাধারণত ২ বছর পর্যন্ত মেয়াদ থাকে।
সানস্ক্রিন লোশন: সানস্ক্রিন লোশন ৬ মাস ব্যবহার করতে পারেন।
কন্সিলার: কন্সিলারের মেয়াদ ১২ মাস বা ১ বছর পর্যন্ত হয়।
ফাউন্ডেসন: ফাউন্ডেসনের মেয়াদ সাধারণত এর উপাদানের ওপর নির্ভর করে। যেমন- ওয়াটার বেসড হলে ১২ মাস পর্যন্ত এবং ওয়েল বেসড হলে ১৮ মাস পর্যন্ত নির্ভাবনায় ব্যবহার করতে পারি।
আইশেড: ৩ বছর পর্যন্ত আইশেডের মেয়াদ থাকে।
মাসকারা: প্রসাধনীর মধ্যে মাসকারার মেদায় দ্রুত শেষ হয়। ৪ মাসের মধ্যে ব্যবহার না করতে পারলে, ৪ মাস পর এটিকে ফেলে দিতে হবে।
আইলাইনার: ১২ মাস পর্যন্ত।
লিপলাইনার: ৩ বছর।
শ্যাম্পু: ১ বছর।
লিপস্টিক: লিপস্টিকের মেয়াদ ১ বছর।
নেইলপলিশ: ১২ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে।
ব্রাশ: প্রতি ২ মাস অন্তর অন্তর হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রাখা উচিৎ।
স্পঞ্জ: প্রতি সপ্তাহে একবার করে ধুয়ে ১ মাস পর্যন্ত ব্যাবহার করা যেতে পারে।
প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই নিজের ত্বক পরীক্ষা করে নিন এবং ভাল ব্র্যান্ডের প্রশাধনী মেয়াদ দেখে কিনুন।
বন্ধুরা আরও নানা বিষয়ে জানতে ও আপনার মতামত জানাতে https://www.facebook.com/bnlifestyle লাইফস্টাইল বিভাগে লেখা পাঠাতে পারেন lifestyle.bn24@gmail.com